#বাবা_তোমার_দরবারেতে_পাগলের_মেলা_হরেক_রকম_পাগল_দিয়ে_মিলায়ছো_মেলা।
নতুন রাজনৈতিক দল গঠন করছেন ফখরুল-মওদুদ-অলি!
বিএনপিতে নিজের রাজনৈতিক ‘ভবিষ্যৎ অন্ধকার’ জেনে নতুন পরিকল্পনা নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সেই গোপন কথাটি আর গোপন রইলো না। হঠাৎ করে সিঙ্গাপুর যাত্রায় তা এবার প্রকাশ্য হয়েছে। বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে ও রাজনৈতিক মহলে নানা গুঞ্জন উঠেছে। কেউ বলছেন, নতুন রাজনৈতিক দল গঠনের অংশ হিসেবে তার এই বিদেশ গমন। আবার কেউবা বলছেন, তিনি সিঙ্গাপুর থেকে লন্ডনে যাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। কিন্তু মূল ঘটনা কী, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
তবে বিশ্বস্ত সূত্রের তথ্যমতে, মির্জা ফখরুলের সিঙ্গাপুর যাত্রা পূর্ব পরিকল্পনার অংশ। অনেকদিন ধরেই তিনি দলের ভেতর ও বাইরের নানা ঘটনায় ক্ষুব্ধ। কিন্তু আসন্ন জাতীয় দলীয় কাউন্সিলকে সামনে রেখে এতদিন চুপচাপ বসে ছিলেন তিনি। তবে বিভিন্ন মাধ্যমে জেনেছেন, পরবর্তী কাউন্সিলে মহাসচিবের পদ বাগাতে তার চেয়ে এগিয়ে রয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও তারেকের ‘আস্থাভাজন’ রুহুল কবির রিজভী। তাই তীরে এসে তরী ডোবার আগেই ফখরুল নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন।